Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ডের নিরাপত্তা সংক্রান্ত প্রতিনিধিদল। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছেছে তিন সদস্যের এই প্রতিনিধিদল। তিন দিনের সফরে ইংল্যান্ডের এই নিরাপত্তাদল বৈঠক করবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে। পাশাপাশি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করবেন তাঁরা।

ইংল্যান্ডের এই প্রতিনিধিদলে আছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা পরামর্শক রেজ ডিকসন, ইসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস জন কার ও পিসিএর প্রধান নির্বাহী ডেভিড লেদারডেল। এই প্রতিনিধিদলের প্রতিবেদনের ওপর অনেকাংশেই নির্ভর করবে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের বিষয়টি।
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের। এই সিরিজ দিয়েই দীর্ঘ ছয় মাস বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। কিন্তু নিরাপত্তা সংক্রান্ত জটিলতায় সিরিজটি আদৌ হবে কি না, তা নিয়ে চলছে সংশয়।
২০১৫ সালে নিরাপত্তা সংক্রান্ত কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। তবে এরপর বাংলাদেশ সফলভাবেই আয়োজন করেছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেখানে অংশও নিয়েছিলেন ইংল্যান্ডের তরুণ ক্রিকেটাররা। ইংল্যান্ডের আসন্ন সফরের আগে এই ব্যাপারটাই আশাবাদী করে তুলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুসকে, ‘আমরা এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করেছিলাম কোনো সমস্যা ছাড়া। আর সেখানে ইংল্যান্ডও তাদের দল পাঠিয়েছিল। আশা করছি এই বিষয়টি তারা মাথায় রাখবে। বাংলাদেশ যদি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এতগুলো দলকে নিরাপত্তা দিতে পারে তাহলে একটা দলকে নিরাপত্তা দেওয়া আরো সহজ ব্যাপার।’