খোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: বিপথগামী সেনাসদস্যরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে বলে যে প্রচারণা চালানো হয় তা একেবারেই ঠিক নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি কখনো চায়নি দেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক। দেশের স্বাধীনতাকে নসাতের জন্যই সেই পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে। শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. জিনাত ইমতিয়াজও বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী বলেন, ১৫ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর পরাজিত পাকিস্তানি বাহিনীর এদেশীয় দোসররা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে দীর্ঘ ২১ বছর ধরে স্বাধীনতার ইতিহাসকে পেছনের দিকে ঘুরিয়ে দেয়ার ষড়যন্ত্র চালায়। তিনি আরো বলেন, এ অপশক্তিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান অগ্রগতি ব্যাহত করতে শান্তির ধর্ম ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের বিভ্রান্ত ও বিপথগামী করে জঙ্গি তৎপরতায় ঠেলে দিচ্ছে। এ অপশক্তিকে প্রতিহত করতে ছাত্র শিক্ষকসহ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশ প্রেমিক জনগণের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীরও উদ্বোধন করেন।