খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: নওগাঁ : নওগঁাঁর ধামইরহাটে আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্যকে অস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ আটক করেছে থানা পুলিশ। থানা সূত্র জানায়, ১৮ আগস্ট রাত প্রায় ২ টার সময় ধামইরহাট থানার অফিসার ইনচাজ সিকদার মশিউর রহমানের নেতৃত্বে এসআই শাহীন চৌধুরী ও মোজাম্মেল হক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিলালপুর গ্রামের ওসমান আলীর ছেলে ছানোয়ার হোসেন (৪৫)কে তার নিজ বাড়ী থেকে ১টি পিস্তল (শার্টার গান) ও ২ রাউন্ড তাজা বুলেট সহ আটক করেছে। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন চৌধুরী জানান, আটককৃত ডাকাত ছানোয়ারের বিরুদ্ধে পার্শ্ববর্তী পতœীতলা থানায় ডাকাতি মামলা রয়েছে এবং সে বিভিন্ন হত্যা ও একাধিক মামলার আসামী বলে জানা গেছে।