খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: : পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে উপজেলা ত্রাণ অফিস হতে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ ২৬ পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউ টিন বিতরণ করেন। উল্লেখ, গত এপ্রিল মাসে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া গ্রামে এক অগ্নিকান্ডে ২৬টি পরিবারের স্বর্বস্ব পুড়ে ছাই হয়ে গেলে উপজেলা ত্রাণ তহবিল হতে এই ঢেউ টিন প্রদান করা হয়।