খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী অর্ধশত বছর পর বন বিভাগের কোটি টাকার জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এছাড়াও শেরপুর জেলার ৩টি রেঞ্চের ১১টি বিটের অধীনে কোটি কোটি টাকার বনভূমি ভূমিদস্যূদের দখলে রয়েছে। এখনও চলছে বনভূমি দখলেরও মহোতসব। তাই প্রশাসন একটু সক্রিয় হলেই ব্যাহাত হয়ে থাকা কোটি কোটি টাকার বনভূমি উদ্ধার করা সম্ভব। উল্লেখ্য, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের রাজনগর মৌজায় অবৈধ দখলদারদের কবল থেকে ৮৫ শতাংশ জমি উদ্ধার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকার উর্ধ্বে। এইভাবে বনভূমি দখলদারদের হাতে যেতে যেতে অধিকাংশ বনভূমিই আজ ভূমিদশ্যূদের কবলে রয়েছে। তাই অত্র এলাকার লোকদের দাবী এইসমস্ত অবৈধভাবে দখলকৃত বনভূমি উদ্ধার করে উক্ত ভূমিতে সরকারী ভাবে বৃক্ষ রোপন করা অত্যান্ত জরুরী দরকার। এতে একদিকে যেমন বনবিভাগের কোটি কোটি টাকার বনভূমি উদ্ধার হবে তেমনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এইসমস্ত জমিতে বৃক্ষ রোপনের ফলে অনেকটা সহায়ক হবে পরিবেশবিদদের অভিমত। প্রকাশ থাকে যে, উদ্ধারকৃত জমিতে বন বিভাগের একটি অফিস ছিল। কিন্তু সময়ের পরিবর্তে উক্ত অফিসটি মধুটিলা রেঞ্জের আওতায় চলে যায়। ফলে পরিত্যক্ত জমি দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে দখলদারা ভোগদখল করে আসছে। উক্ত ভূমি সাবেক রেঞ্জ কর্মকর্তা জিল্লুর রহমান আকন্দ ভোগদখলকারদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তাদের পক্ষে রায় আসে। পরে বন বিভাগ ওই জমি থেকে বসতি উচ্ছেদ করে। বর্তমান রেঞ্জ কর্মকর্তা ইলিছ উর রহমান এর নেতৃত্বে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা ৮৫ শতাংশ জমির চার দিকে কাঁটাতারের বাউন্ডারী দিয়ে ঘিরে ফেলে। দখলমুক্ত এই জমিতে ভবিষ্যতে বন বিভাগের অফিস স্থাপনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের অবহিত করা হয়েছে বলে জানান।