খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: পার্বত্য চট্টগ্রামে আধুনিক শিক্ষা প্রসারের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলার ১৯টি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সেট বিতরণ করা হয়েছে। পিছিয়ে পড়া ও অনগ্রসর শিশুদের প্রাথমিক পর্যায়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষা স¤প্রসারণে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এ উদ্যোগ গ্রহণ করে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সেট বিতরণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য এলাকার ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা প্রসারে রাঙ্গামাটিতে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপন করেছে। উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণেও নানাবিধ সুযোগ তৈরি করছে। তাছাড়া দুর্গম ও প্রত্যন্ত এলাকায় আবাসিক বিদ্যালয় স্থাপনেও সরকার আন্তরিকভাবে কাজ করছে।
পার্বত্য এলাকার শিশুদের অধিকাংশ অভিভাবক অশিক্ষিত ও দরিদ্র হওয়ায় শ্রেণিকক্ষে গুরুত্বের সাথে পাঠদানের উপর প্রতিমন্ত্রী শিক্ষকদের প্রতি আহ্বান জানান।