Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছে। এছাড়া আরও দুই ব্যক্তি আহত হয়েছে। নওগাঁ শহরের বাইপাস সড়কের বটতলী মোড়ে এবং নজিপুর-নওগাঁ সড়কের সিএনবি মোড়ে এসব দুর্ঘটনা সংঘটিত হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের বাইপাস সড়কের বটতলী মোড়ে ট্রাকের চাপায় আব্দুল লতিফ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। আব্দুল লতিফ নওগাঁ পৌরসভার বোয়ালিয়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। বৃহস্পতিবার বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার পৌরসভায় তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের বটতলী মোড়ে বগুড়া থেকে নওগাঁ অভিমুখী মুরগী ও মাছের খাদ্যবাহী (মাছের ফিড) একটি ট্রাকল মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল লতিফের মৃত্যু হয়। ট্রাকের চালক ও তাঁর সহযোগী ট্রাকটিকে সেখানেই রেখেই পালিয়ে যান। পরে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন এবং নওগাঁ-সান্তাহার বাইপাস সড়ক প্রায় আধাঘন্টা অবরোধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক থানা পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের লাশ তাঁর স্বজনদের কাছে নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নওগাঁ-নজিপুর আঞ্চলিক মহাসড়কের নজিপুর পৌর এলাকার সিএনবি মোড়ে শুক্রবার সকাল ১০টার দিকে একটি যাত্রীবাহী বাস একটি চার্জার ভ্যানকে ধাক্কা দিলে পারুল বেগম (৩৮) নামে এক ভ্যান যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও দুই নারী গুরুত্বর আহত হয়েছেন। হতহতরা সবাই একই পরিবারের সদস্য। নিহত পারুল পত্মীতলা উপজেলার নৌটা গ্রামের আনারুল ইসলামের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর থেকে চিকিৎসা শেষে চার্জার ভ্যান যোগে পারুল বেগম, তাঁর মেয়ে জাকিয়া খাতুন (২০) ও ননদ হাসিনা বেগম তাঁদের গ্রামের বাড়ি উপজেলার নৌটা গ্রামে ফিরছিলেন। পথে নজিপুর পৌর এলাকায় নওগাঁ-নজিপুর সড়কের সিএনবি মোড়ে সাপাহার থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়। আহত জাকিয়া ও হাসিনাকে স্থানীয় লোকজন উদ্ধার করে নজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পত্মীতলা থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ স্বজনরা থানা থেকে নিয়ে গেছেন।