খোলা বাজার২৪, শনিবার, ২০ আগস্ট ২০১৬: আলিফ হোসেন,তানোর : রাজশাহীর তানোরে ভূয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি। তাদের স্বীকৃত প্রতিষ্ঠানের ডিগ্রী নেই। নেই বাংলাদেশ মেডিকেল বা ডেন্টাল কাউন্সিলের সনদ। তবুও তারা দন্ত চিকিৎসক। তানোর পৌর সদরসহ প্রত্যন্ত পল্লী এলাকার আনাচে-কানাচে চিকিৎসালয় খুলে মন্তচিকিৎসা দিয়ে যাচ্ছেন এসব কথিত ডেন্টাল চিকিৎসকরা। তাদের অনেকেই আবার এসএসসি বা স্কুলের গন্ডি না পেরুতে পারলেও ভূয়া বিএসসি ইন ডেন্টাল, সিডিএস,বিডিপি,বিডিএসটির নিবন্ধন নিয়ে নোংরা ও ঘিঞ্জি পরিবেশে চেম্বার খোলে চিকিৎসক পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। তানোরে প্রায় এক যুগেও এসব কথিত চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা না নেয়ায় সাধারণ মানুষ অনেকটা হতাশ। এ রকম কথিত দন্তচিকিৎসকদের প্রতারণা বন্ধ করতে প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, এসব ডেন্টাল কেয়ার সরেজমিন পরিদর্শন করা হলেই এসব অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে দাবি করেছেন।
খোজ নিয়ে জানা গেছে, তানোর পৌর সদরে বেশ কয়েকটি ডেন্টাল কেয়ার কয়েক জন কথিত দন্তচিকিৎসক চেম্বর খোলে ব্যবসা করছেন। তাদের অনেকেই এসএসসি পাসই করেনি। অথচ চিকিৎসক পদবি লাগিয়ে ব্যবহার করছে। ডেন্টাল ডিপ্লোমা পাস করে সরাসরি চিকিৎসক পদবি ব্যবহার করে চিকিৎসা করে যাচ্ছেন। তানোরের সর্বত্রই এখন মুদি দোকানের মতো দন্তচিকিৎসালয় গড়ে উঠেছে। অথচ আইন অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ডিগ্রী ছাড়া কেউ নামের আগে চিকিৎসক পদবি ব্যবহার করতে পারবেন না। কিšত্ত এখানে সবাই ডাক্তার ও ডেন্টাল চিকিৎসক হিসেবে পরিচিত এবং নামের আগে ডেন্টাল ডাক্তার ও চিকিৎসক লিখে ভিজিডিং কার্ড ও লিফলেট ছাপিয়ে এবং মাইকিং করে বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণা করে আসছেন। কিšত্ত অজ্ঞাত কারণে এদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না প্রশাসন। তানোর পৌর সদরের ছিয়াম ডেন্টাল কেয়ার স্বত্ত্বাধিকারী মতিউর রহমান, নাদিরা ডেন্টাল স্বত্ত্বাধিকারী খুশী, মিঠুন ডেন্টাল কেয়ার স্বত্ত্বাধিকারী সুমন প্রামানিক ও রায়না ডেন্টাল কেয়ার স্বত্ত্বাধিকারী রাশেদুল ইসলাম তারা সকলেই এমবিবিএস ও বিডিএস ডিগ্রী ছাড়াই নামের আগে চিকিৎসক পদবী ব্যবহার করে দাতের চিকিৎসা করছেন। এব্যাপারে রাজশাহী জেলা সিভিল সার্জন বলেন, এ বিষয়ে বিস্তারিত খোজখবর নিয়ে দেখা হবে। তিনি বলেন, অচিরেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।