Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ২০ আগস্ট ২০১৬: পুঠিয়া : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে জন্মগ্রহণ না করলে বাংলাদেশ নামের রাষ্ট্রটি আমরা পেতাম না। আজীবন পরাধীন থাকতে হতো। তাই এদেশে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুকে মেনেই রাজনীতি করতে হবে। কারণ বঙ্গবন্ধু এদেশের স্থপতি। শনিবার সকাল ১২টায় বেলপুকুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক শোক সভা ও দোয় মহাফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় খাদ্য নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল ওয়াদুদ দারা এসব কথা বলেন। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবার বর্গের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যাগে শনিবার সকাল ১২টায় বেলপুকুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক শোক সভা ও দোয় মহাফিল অনুষ্ঠিত হয়। বেলপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বদির সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় খাদ্য নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল ওয়াদুদ দারা। জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা, পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, বেলপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ জলিল, পুঠিয়া থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর রহমান, বেলপুকুরিয়া ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান আ: লতিব মুকুল, পুঠিয়া লষ্করপুর কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান তাজুল, অধ্যক্ষ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুমনজ্জামান সুমন প্রমূখ্য। বক্তাগন দেশে জঙ্গী উত্থানের জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার দোসরদের দায়ী করে বক্তব্য দেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু, তাঁর পরিবার জন্য বিশেষ মোনাজাত করা হয়।