Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Police20150509165827খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঈশ্বরদীর পথে পথে কোন রাখ-ঢাক ছাড়াই প্রকাশ্যে শুরু হয়েছে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি। ঈশ্বরদী থানার পুলিশ, হাইওয়ে পুলিশ সদস্যসহ পুলিশের কোন বিভাগই এই ঈদ বানিজ্যে কেউ কারো থেকে কম নয়। বিশেষ করে কোরবানীর পশু বহনকারী ট্রাক-ভটভটিসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় যেন তাদের নিত্য দিনের স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।
প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত লালনশাহ সেতুর পাকশী প্রান্তের টোল -প্লাজা পার হয়ে পুলিশকে প্রকাশ্যে গরু বোঝাই ভটভটি ও ট্রাক থেকে চাঁদা আদায় করতে দেখা যায়। ভেড়ামারা ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে কোরবানীর পশু বিক্রির জন্য লালনশাহ সেতু পার হয়ে ঈশ্বরদী অভিমুখে প্রবেশের পথেই পুলিশের চাঁদাবাজির মুখে পড়েন গরু পালনকারী গেরস্থ বা খামারী ও গরু ব্যবসায়ীরা। ঈশ্বরদী অরণকোলা পশুর হাট হওয়াতে পদ্মার ওই পার থেকে গরু নিয়ে আসার এটিই একমাত্র পথ। চাঁদা উত্তোলনকারী পুলিশদের প্রশ্ন করলে তারা হাসিমুখে বলেন, সামনে ঈদ এই আরকি। কোরবানীর পশু বহনকরা গাড়ির ড্রাইভারকে প্রশ্ন করলে ড্রাইভার রহমত আলী বলেন, ভটভটিতে ২’শ টাকা ও ট্রাক প্রতি ৫’শ টাকা পুলিশকে দিতে হয়, তানা হলে তারা ঝামেলা করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদারকে মোবাইলে জানালে তিনি বলেন, ঈশ্বরদী থানার পুলিশ নাকি হাইওয়ে পুলিশ দেখতে হবে। তবে খোঁজ নিয়ে ওই এলাকায় ডিউটিরত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে তিনি সাংবাদিকদের এ কথা জানান।