Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: ময়মনসিংহের ত্রিশালে ট্রাভেলস এজেন্সীর গাফিলতির কারনে ৭০ জনের হজ গমন অনিশ্চিত হয়ে পরেছে। হজ্জে গমন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন,সাংবাদিক সম্মেলন ও প্রধানমন্ত্যী বরাবর স্বারক লিপি প্রদান করেছে ভুক্তভোগী হাজীরা।
স্বারকলিপি থেকে জানাযায়, ২০১৬ সালে হ্জ পালন করার জন্য ৭০ জন হাজী প্রাক নিবন্ধন করে সরকার অনুমোদিত মাওনা ট্রাভেল এজেন্সীর মাধ্যমে টাকা প্রদান করে। স্থানীয় মমতাজ উদ্দিনের মাধ্যমে হাজীগন এই ট্রাভেলস এজন্সীর কাছে তাদের সমুদয় টাকা প্রদান করে। ট্রাভেলস এজেন্সী দীর্ঘদিন যাবৎ তাদের ফ্লাইট করবে বলে প্রতারনা করে আসছিল। এ দিকে হজ্ব গমন যাত্রী যাওয়া প্রায় অনিশ্চিত হওয়ায় মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান মন্ত্রীর কাছে স্বারক লিপি প্রদান করে। পরে হাজীগন প্রখররৌদ্র উপেক্ষা করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করে। পরে ত্রিশাল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে।
লিখিত বক্তব্যে মমতাজ উদ্দিন বলেন আমরা সরকারী বিধিমালা অনুযায়ী প্রাক নিবন্ধন করে মাওনা ট্রাভেলস এজেন্সীর মাধ্যমে সকল টাকা জমা দেয় এবং এজেন্সী আমাদের নিশ্চিত করে যথাসময়ে ফ্লাইটের ব্যবস্থা করবে। কিন্তু টালবাহানা করে এজেন্সী এখন হজ্ব গমন ইচ্ছুক যাত্রীদের যাওয়া অনিশ্চিত হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এবং ময়মনসিংহ বাসীর প্রিয় ধমমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।