Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: সন্ত্রাস, জঙ্গি হামলা ও গুপ্ত হত্যার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে বাগেরহাট প্রেসক্লাব ও উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট শাহ্ আলম টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাগেরহাট ২আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মো.কামরুজ্জামান, মো. মোশারেফ হোসাইন, দেলোয়ার হোসেন, আহসানুল করিম, বাবুল সরদার, মোয়াজ্জেম হোসেন মজনু, ইয়ামিন আলী, মীর জায়েসী আশরাফী জেমস, বাকি তালুকদারসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। বক্তারা সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকে জঙ্গিবাদ নির্মূলে এক হওয়ার আহ্বান জানান। বাগেরহাটে জেলার ৮ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে জঙ্গীবাদ বিরোধী বিভিন্ন পদক্ষেপ ও করনীয় বিষয়ে উল্লেখ করে বক্তৃতা করেন।