খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: পুলিশ বাহিনীর জঙ্গীবাদ ও মাদক বিরোধী মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ঘন্টাব্যাপী মানব বন্ধন ও সমাবেশে জেলার ৯ উপজেলার সহ¯্রাধিক গ্রাম পুলিশ সদস্য অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান, মোঃ মাছুম খাঁন ও কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আব্দুর রহমান মধু প্রমুখ। বক্তারা বলেন, জঙ্গীবাদ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রনে অন্যান্য বাহিনীকে সহযোগিতার পাশাপাশি গ্রাম পুলিশ বাহিনীও তৃনমূল পর্যায়ে কাজ করছে।পরে একটি র্যালী শহর প্রদক্ষিন শেষে কালেক্টরেট চত্ত্বরে গেলে অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ তৃনমূল পর্যায়ে জঙ্গী নির্মূল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে গ্রাম পুলিশদের শপথ বাক্য পাঠ করান।