খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬: নৌযান শ্রমিকদের সংগঠনগুলো ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট বৃহস্পতিবার (২৫ আগস্ট) তৃতীয় দিনের মতো চলছে।
তবে বুধবার রাতে সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের দিকে ২৭টি লঞ্চ ছেড়ে গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বি আইডব্লিউটিএ) দক্ষিণাঞ্চলের নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধর্মঘটের মধ্যেই সন্ধ্যার পর থেকে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে।
জানা গেছে, ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙ্গরে বড় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। অন্যান্য বন্দরেও পণ্য খালাস-বোঝাই বন্ধ।
গত ২২ আগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে এই ধর্মঘট শুরু হয়। ধর্মঘটি সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
ফেডারেশনের সভাপতি শাহ আলম সাংবাদিকদের জানান, ১৫ দফা দাবিতে আমরা আন্দোলন করছি। তবে মূল চারটি দাবি হলো নৌযান শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি, নৌদুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, নদীপথে সন্ত্রাস-চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ করা এবং নৌপথের নাব্যতা বাড়ানো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।