Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪, শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬: বাংলাদেশ সফরের জন্য ইসিবি সবুজ সংকেত দেওয়ার পরই শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে পাপন বলেন, “ইংল্যান্ডকে যে মানের নিরাপত্তা পরিকল্পনার কথা বলা হয়েছে সেটি পৃথিবীর আর কেউই দেয় না।” তিনি আরও যোগ করেন, “পৃথিবীর কোনও দেশই কিন্তু নিরাপদ না। যে কোনও জায়গায় এমন কিছু হতে পারে। তবে কোথায় হবে, কবে হবে এটা কেউ জানে না। আর আমার ধারণা ছিল এর চেয়ে ভালো নিরাপত্তা পরিকল্পনা কেউ করতে পারবে না।”
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রশংসা করে পাপন বলেন, “আমাদের কাছে মনে হয়েছে ইংল্যান্ড সাধারণত এই ধরনের সন্ত্রাসের কাছে মাথা নত করার মতো না। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া না আসলেও তারা এসেছে। ভারতেও একবার এই ধরনের ঘটনায় তারা সিরিজ বাতিল করেনি।”
এ সময় বিসিবির সঙ্গে ইসিবির সম্পর্ককে এগিয়ে রেখে পাপন বলেন, “আমাদের সঙ্গে ইংল্যান্ডের সুসম্পর্ক সব সময়ই ছিল। দুই বোর্ডের ভালো সম্পর্ক বিরাজ করছে। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এতগুলো দলগুলোকে সামলেছি। তাই শুধু ইংল্যান্ডকে সামাল দেওয়া কঠিন কিছু না।”
এতদিন শঙ্কার মেঘ থাকলেও ইসিবির আনুষ্ঠানিক ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে সিরিজ নিয়ে বিরাজমান উৎকণ্ঠার অবসান হয়েছে বলে মনে করেন বিসিবি সভাপতি। তার মতে, ‘’যেখানে যাই, সবাই একটাই প্রশ্ন করছিল আমাকে- ইংল্যান্ড আসবে? এই যে বাংলাদেশের ১৬ কোটি মানুষ, তারা নিশ্চয়ই দোয়া করেছে। আর এতগুলো মানুষের দোয়া বৃথা যেতে পারে না। আমার মনেও সাহস ছিল ইংল্যান্ড আসবে।