
রিয়ালে প্রথম একাদশে মাঠে নামেন কারবাহাল, রাফায়েল ভারানে, সার্জিও রামোস, মার্সেলো, ক্যাসেমিরো, টনি ক্রুস, লুকা মদ্রিচ, আলভারো মোরাতা আর গ্যারেথ বেলদের মতো তারকারা। কিন্তু দলে ছিলেন না সিআর সেভেন খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো আর করিম বেনজেমা।
ম্যাচের ৬০তম মিনিটে রিয়ালকে লিড পাইয়ে দেন দলে নতুন যোগ দেওয়া আলভারো মোরাতা। তবে, খুব বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৬৭ মিনিটে সেল্টার হয়ে সমতাসূচক গোল করেন ফ্যাবিয়ান। ফলে, হারের শঙ্কায় না পড়লেও গোলের দেখা না পাওয়ায় হতাশ হতে হচ্ছিলো রিয়ালকে।
গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়ালকে অবশেষে উদ্ধার করেন টনি ক্রুস। জার্মান এই তারকার ২০ গজ দূর থেকে নেওয়া শট রিয়ালকে দ্বিতীয়বার লিড পাইয়ে দেয়। ২-১ গোলের এই স্কোরেই শেষ হয় ম্যাচ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয় পাওয়ায় রিয়াল তাই পূর্ন ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।
(জাস্