Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,রবিবার, ২৮ আগস্ট ২০১৬: মুন্সিগঞ্জ : জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে গণসচেতনাতা সৃষ্টির লক্ষে মুন্সিগঞ্জে মানববন্ধন করেছে জেলার সকল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীগণ। রবিবার দুপুর ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীর সামনে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় মুন্সিগঞ্জ আদর্শ আলিম মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থী মানব বন্ধনে অংশ নেয়।
মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এ্যাডঃ মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক মো.সাইফুল হাসান বাদল, মুন্সিগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব ও সংগঠনটির জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দসহ সকল মাদ্রসা ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে মানববন্ধনে বক্তরা বলেন, দেশের সাধারণ মানুষ যাতে নিরাপদে থাকতে পারে তাই আমাদের নিজেদেরকেই এগিয়ে আসতে হবে। রক্ত ও জীবন দিয়ে হলেও এদেশের জঙ্গিদের উৎখাত করতে হবে। যাতে আর কোন মায়ের কোল খালি না হয়। তাই জঙ্গিদের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ শুরু হয়েছে দেশ থেকে যে পর্যন্ত জঙ্গি উৎখাত না হবে আমাদের যুদ্ধ চলবে।