খোলা বাজার২৪,রবিবার, ২৮ আগস্ট ২০১৬:
২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বাংলাদেশে কোরবানী বন্ধের দাবী চরম ধৃষ্টতা পূর্ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের নয়া চক্রান্ত। ৯০ মুসলমানের দেশে হিন্দু বৌদ্দ খ্রীষ্টান ঐক্য পরিষদের বক্তব্য ১৬ কোটি ধর্মপ্রান মানুষের হৃদয়ে কুঠারাঘাতের শামিল। অাগামী ৪৮ ঘন্টার মধ্যে পরিষদ তাদের বক্তব্য প্রত্যাহার না করলে বাংলার ধর্মপ্রান মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। কেননা তাদের বক্তব্য ধমীয় অনুভুতিতে অাঘাত করেছে। তিনি বলেন, লন্ডনে পরিষদের নেতাদের কোরবানী বন্ধের হুমকি গভীর ষড়যন্ত্রের অংশ মাত্র। ইতোমধ্যে ভারত গরুর মাংস খাওয়া নিয়ে মুসলমানদের উপর অমানবিক অত্যাচার নিযার্তনসহ অসংখ ধর্মপ্রান মানুষকে হত্যা করা হয়েছে। ভারত কোরবানী নিষিদ্ধ করলে বাংলাদেশে হিন্দুদের পুজা অচূনা করতে দেয়া হবে না। অামরা ধমীয় সহনশিলতায় বিশ্বাস করি কিন্তু মুসলমানদের হৃদয়ে অাঘাত করলে পাল্টা অাঘাত হানা হবে। তিনি অাজ (রবিবার) বেলা ১১ টায় জাতীয়তাবাদী প্রজন্ম’৭১ অায়োজিত অালোচনা সভায় বিষেশ অতিথির বক্তব্য একথা বলেন। সংগঠনের সভাপতি ঢালী অামিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার অাসম হান্নান শাহ, জাগপা সভাপতি শফিউল অালম প্রধান, চেয়ারপার্সনের উপদেষ্ঠা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অাহসান হাবিব লিংকন, বিএনপির নিবার্হী কমিটির সদস্য এডভোকেট মোঃ রফিক সিকদার, সাবেক এমপি শাম্মি অাক্তার, শিক্ষকনেতা জাকির হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন মন্জুর হোসেন ঈসা।
