Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
index
খোলা বাজার২৪, মঙ্গলবার,৩০ আগস্ট ২০১৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫২ কেজি রুপাসহ আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টার দিকে টার্কিস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন ওই যাত্রী। তার পাসপোর্ট নম্বর (বিসি ০৯৭৩৬৫২)। গ্রিন চ্যালেন পার হওয়ার পরে তার ব্যাগ তল্লাশি করলে ৫২ কেজি রুপা পাওয়া যায়।

জানা যায়, গ্রিন চ্যানেল পার হওয়ার পরে বিমানবাহিনীর সার্জেন্ট সামাদের সঙ্গে ওই ব্যক্তির কথা হয়। এ প্রসঙ্গে শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান বলেন, আটক আলমগীরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সার্জেন্ট সামাদ এ ঘটনায় জড়িত কি-না তা বিমানবাহিনী তদন্ত করবে। আমরা তাকে হস্তান্তর করবো, সত্যতা পাওয়া গেলে বাহিনীর পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।