খোলা বাজার২৪, বুধবার,৩১ আগস্ট ২০১৬: ৩১ আগস্ট, ২০১৬ মিল্কভিটার তেজগাঁওস্থ প্রধান কার্যালয় প্রাঙ্গণে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন কামাল, এম.পি প্রধান অতিথি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ, এম.পি, বীর মুক্তিযোদ্ধা জনাব নাজিম উদ্দিন আহমেদ, এম.পি, পল্লী উন্নয়ন ও সমবায বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. প্রশান্ত কুমার রায়, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক জনাব মোঃ মফিজুল ইসলাম এবং বাংলাদেশ কৃষকলীগের সভাপতি জনাব মোঃ মোতাহার হোসেন মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ জাকির হোসেন, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু সভাপতিত্ব করেন।