খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০১৬: মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্র থেকে রংপুরকে বাদ দেয়া হয়েছে। গত বছর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় রংপুর কেন্দ্র বাতিল করা হয়েছে।
রংপুরে পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত সম্বলিত একটি চিঠি এরই মধ্যে রংপুর মেডিকেল কলেজে পৌঁছেছে বলে অধ্যক্ষ সৈয়দ আবু তালেব জানিয়েছেন। এর কারণ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, এবছর ঢাকার বাইরের কেন্দ্র কমিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে। রংপুরের এই কেন্দ্র নিয়ে অভিযোগ থাকার কথাও জানান তিনি।
তবে অভিযোগ প্রমাণ হওয়ার আগেই কেন্দ্র বাতিল করা হয়েছে বলে কলেজের অধ্যক্ষ সৈয়দ আবু তালেবের অভিযোগ। এর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর কলেজ থেকে আবেদন পাঠানো হয়েছে।
আগামী ৭ অক্টোবর মেডিকেলের ও ৪ নভেম্বর ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।