খোলা বাজার২৪, শনিবার,০৩ সেপ্টেম্বর ২০১৬: জঙ্গি ও সন্ত্রাস দমনে দরদ ও সহানুভূতির কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, জঙ্গিবাদ নির্মূল করার প্রশ্নে কোনো সহানুভূতির জায়গা নেই। বর্তমান সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি নিয়েছে, সেটাকে সবার অনুসরণ করতে হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত জঙ্গিবাদ-সাম্রাজ্যবাদ প্রতিরোধে শ্রমিক শ্রেণির কর্তব্য’ শীর্ষক শ্রমিক কনভেনশনে রাশেদ খান মেনন এসব কথা বলেন।
কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জঙ্গিদের নিহত হওয়ার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রশ্ন তোলার বিষয়ে রাশেদ খান মেনন বলেন, আপনারা যখন সরকারে ছিলেন, তখন অপারেশন ক্লিনহার্টে শতাধিক ব্যক্তি নিহত হয়েছিল—তাদের কি মানবাধিকার ছিল না? তারা তো জঙ্গি ছিল না। রাজনৈতিক কর্মী কিংবা সাধারণ মানুষ ছিল। ১০ হাজারের ওপরে মানুষকে হত্যা করা হয়েছিল। এর উত্তর কে দেবে? জঙ্গিবাদ মোকাবিলার ক্ষেত্রে এই দরদ দেখিয়ে লাভ আছে বলে আমি মনে করি না। এখানে দরদ কিংবা সহানুভূতির কোনো জায়গা নেই। আইনের শাসন অনুসরণেরই বা সুযোগ কোথায়? জঙ্গি দমন নিয়ে বিএনপি নেতাদের নানা প্রশ্ন তোলাকে জঙ্গিদের প্রতি তাদের প্রীতি, সহানুভূতি এবং সমর্থন প্রকাশ পায় বলে উল্লেখ করেন মেনন।