Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬:  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেলবাগান এলাকার ষ্টেশন বাজার কলাপট্টিরোডে অভিযান পরিচালনা করে ৩৭৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশনব্যাটালিয়ন সদস্যরা।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যা¤েপর মিডিয়া উইং আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যা¤েপর সদস্যরা সকাল পৌণে ৮টায় জানতে পারে জেলার সদর উপজেলার রেলবাগান এলাকার ষ্টেশন বাজার কলাপট্টি রোডে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ সময় একটি অপারেশন দল এএসপি মো. নুরে আলম এবং এএসপি এ কে এম এনামুল করিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিবগঞ্জ উপজেলার শরৎনগর এলাকার মৃত রাইস উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী গাফফার (৩৫) এবং শ্যামপুর আজগবী এলাকার তোহরুলের ছেলে মাদক ব্যবসায়ী কামাল উদ্দিন (৩৭) কে হাতেনাতে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ১ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।