Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

94খোলা বাজার২৪,শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬: অবশেষে বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক এউইন মরগান খবর দেশটির গণমাধ্যম দ্য টেলিগ্রাফের। আর তাই মরগানের বদলি হিসেবে ইংলিশদের হয়ে নেতৃত্ব দেবেন জশ বাটলার। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সফরকে সামনে রেখে ইংল্যান্ড দল ঘোষণা করবে ইসিবি।
সব ক্রিকেটার ও কোচিং স্টাফরা বাংলাদেশ সফরের ব্যাপারে তাদের ইতিবাচক সিদ্ধান্ত জানালেও, দোটানায় ছিলেন মরগান। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, গতকাল ইংলিশ ক্রিকেট বোর্ডের সাথে বৈঠকের পর বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্ত জানিয়ে দেন এউইন মরগান। যদিও, এ ব্যাপারে ইসিবি এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।
২০১০-এ ভারতে আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় স্টেডিয়ামের বাইরে বোমা বিস্ফরণের ঘটনার পরও, সেখানে খেলেছিলেন মরগান। কিন্তু, বাংলাদেশ সফরে নিরাপত্তার অযুহাত দেখিয়ে নিজেকে সড়িয়ে নিলেন মরগান। সব কিছু ঠিক থাকলে ৩০ সেপ্টেম্বর দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল।