ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, পৃথিবীর কোন মানুষই ধর্ম নিরপেক্ষ নয়। কোনো ধর্মই ধর্ম নিরপেক্ষতাবাদকে সমর্থন করে না। ধর্মনিরপেক্ষতা একটি ভ্রান্ত মতবাদ। সব মানুষই কোনো না কোনো ধর্মের অনুসারী। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আমরা ইসলামী দর্শন অনুযায়ী দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য আন্দোলন করছি।
সোমবার ইসলামী আন্দোলন জেলা কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মাওলানা বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারী আশরাফ উদ্দিন ভূইয়া, কাজী আবুল হোসেন, মাস্টার বজলুল হক, মুফতি কাউছার আহমেদ, হাজী আব্দুল ওয়াহাব মোল্লা, ডা. ইদ্রিস আলী, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল ওয়াহেদ ও ছাত্র নেতা আরিফ বিন মেহের উদ্দিন।