খোলা বাজার২৪, বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬: ঝিনাইদহ : ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বাবা- মাকে মারধোরের অপরাধে নেশাগ্রস্থ ছেলেকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। বুধবার দুপুর ১ টার দিকে তিনি নিজ কার্যালয়ে এ আদেশ দেন। হরিনাকুন্ডু থানার পুলিশ পরিদর্শক মাহাতাব উদ্দীন জানান, উপজেলার পৌরসভাধীন চটকাবাড়ীয়া গ্রামের সাত্তার মন্ডলের ছেলে বিল্লাল হোসেন(২২) প্রায়ই নেশাগ্রস্থ অবস্থায় মা ছফুরা খাতুন ও তার বাবাকে মারধর করে। বুধবার সকাল থেকেই নেশাগ্রস্থ অবস্থায় তার মাকে মারধর করে। এ অবস্থায় গ্রামবাসী তাকে ধরে থানা পুলিশে শোপর্দ করে। পুলিশ তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন নেশাগ্রস্থ ও বাবা মায়ের উপর শারীরিক নির্যাতন কারী যুবক বিল্লালকে দন্ডবিধীর ১৮৬০ এর ৩৫২ ও ৩৫৮ ধারা মোতাবেক ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড করেন।