খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬: ঝিনাইদহে সজীব ওয়াজেদ জয় এর আই সি টি ফর ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড প্রাপ্তিতে ছাত্রলীগের আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগ এ আনন্দ র্যালীর আয়োজন করে। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১১ টার দিকে জেলা শহরের পায়রা চত্তর থেকে একটি আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারী কেসি কলেজ চত্তরে এসে শেষ হয়। র্যালীতে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রানা হামিদ সহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে কলেজ শহীদ মিনার চত্তরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।