খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬: আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
২০ জনের প্রাথমিক দলে থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েছেন এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ,মোশাররফ হোসেন রুবেল ও আল-আমিন হোসেন।
এছাড়া মেহেদি হাসান মিরাজ, শুভাশিষ রায় ও আলাউদ্দিন বাবুও জায়গা পাননি মূল স্কোয়াডে।
১৩ সদস্যের দলে নতুন মুখ এবারে প্রিমিয়ার লীগে দুর্দান্ত পারফর্ম করা মোসাদ্দেক হোসেন সৈকত। দলে জায়গা পেয়েছেন নাসির হোসেনও।
অনেকদিন পর দলে জায়গা পেয়েছেন পেসার শফিউল হক।
ইংল্যান্ড সিরিজের আগে আগামী ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, রুবেল হোসেন।