Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬: বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজের টিকিট পাওয়া যাবে অনলাইন টিকেট বিক্রয় প্রতিষ্ঠান সহজ ডটকমে। এই প্রথম অনলাইনের মাধ্যমে টিকিট কেনার সুযোগ পাচ্ছে গ্রাহকরা। এর আগে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টিকিট কেনা গেলেও এবারই প্রথম পুরোপুরি অনলাইন নির্ভর একটি প্রতিষ্ঠানের কাছে টিকিট বিক্রয় স্বত্ত্ব হস্তান্তর কওে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। একটি মোবাইল নম্বর দিয়ে ক্রিকেট ভক্তরা প্রত্যেক ম্যাচে তিনটি করে টিকেট কিনতে পারবেন। এছাড়াও ম্যাচের দিন মিরপুর ইনডোর স্টেডিয়ামের গেট থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আফগানিস্তান সিরিজের টিম কিটস, বেভারেজ, পানীয় ও টিকিট পার্টনার ঘোষণা করা হয়েছে। আফগানিস্তান সিরিজের জন্য কিটস পার্টনার মিনা বাজার ও টিকিট পার্টনার সহজ ডটকম চুক্তিবদ্ধ হয়েছে। অন্যদিকে বেভারেজ পার্টনার প্রাণ আপ, অফিসিয়াল পানীয় ফ্রেশ ড্রিংকিং ওয়াটার আগামী দুই বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
আজ দুপুরে বিসিবি সম্মেলন কক্ষে স্পন্সর ডিক্লেরাশেন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্পন্সরদের নাম ঘোষণা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, মিনা বাজারের সিইও শাহীন খান, সহজ ডটকমের সিইও মালিহা কাদের।
সহজ ডটকমের প্রধান নির্বাহী মালিহা কাদের জানান, ‘এক জনের নামে কয়েকটি সিমের নিবন্ধন থাকতে পারে। তবে তিনি কেবল একটি সিম দিয়েই টিকিট কিনতে পারবেন।’
তিনি আরও জানান, ‘ক্রেতারা টিকিট কিনতে পারবেন ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে। মোবাইল ব্যাংকিং পদ্ধতিতেও টিকিটের মূল্য পরিশোধ করা যাবে। টিকিট কিনতে জাতীয় পরিচয় পত্র বা যে কোনও ফটো আইডি ও মোবাইল নম্বর লাগবে। ঢাকায় লোটোর আউট লেট থেকে টিকেট সংগ্রহ করতে হবে। কেনার সময় ব্যবহার করা পরিচয়পত্র ও মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে।’
ঢাকায় অবস্থিত লোটোর সাতটি আউটলেটকে পিকআপ পয়েন্ট হিসেবে নির্ধারিত করা হয়েছে। অনলাইন ছাড়াও ম্যাচের দিন আউটডোর স্টেডিয়াম থেকে হাতে হাতে টিকিট সংগ্রহ করা যাবে। টিম কিটস পার্টনার মিনা বাজারের সিইও জানান, ‘বাংলাদেশ জাতীয় দলের কিটস পার্টনার হতে পেরে আমরা গর্বিত। ২৫ সেপ্টেম্বর থেকে মিনা বাজারের প্রতিটি আউটলেটে জাতীয় দলের জার্সি সাধারণ ক্রিকেটপ্রেমীরা কিনতে পারবেন।’ বিসিবির পরিচালক এবং মার্কেটিং ও কর্মাশিয়াল বিভাগের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ স্পন্সরদের ধন্যবাদ দিয়ে তার বক্তব্যে বলেছেন, ‘আমরা গ্রাহকের কথা চিন্তা করেই অনলাইনে টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি এর মাধ্যমে টিকিটের কালোবাজারী রোধ করা সম্ভব হবে।’