খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬: মেয়াদ শেষের আগে জাতীয় সংসদের নির্বাচনের সম্ভাবনা আবার নাকচ করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার কুড়িগ্রামে শাজাহান খান এবং নোয়াখালীতে ওবায়দুল কাদের এ বিষয়ে কথা বলেন।
বিএনপির বর্জনের মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ।
ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি আগাম নির্বাচন দাবি করলেও আওয়ামী লীগ নেতারা বলছেন, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না।
সকালে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাটে বঙ্গসোনাহাট স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে শাজাহান খান বলেন, মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না। মেয়াদ শেষে আগামী ২০১৯ সালে সঠিক সময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী নির্বাচনে অস্তিত্ব রক্ষার জন্য বিএনপি নির্বাচনে যেতে বাধ্য হবে বলে তিনি মনে করেন।
উন্নয়ন কাজের উদ্বোধন শেষে অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে চেক বিতরণ করেন মন্ত্রী।
খুব শিগগিরই সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম চালু করা হবে বলে মন্ত্রী প্রতিশ্র“তি দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জেলা পরিষদ প্রশাসক মো. জাফর আলী, কুড়িগ্রাম-১ আসনের সাংসদ একেএম মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, বি আইডব্লিউটিএ চেয়ারম্যান মোজাম্মেল হক, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী প্রমুখ।
সকাল সাড়ে ১০টায় মন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ভূরুঙ্গামারী কলেজ মাঠে অবতরণ করেন। পরে সড়ক পথে বঙ্গসোনাহাট স্থল বন্দরে গিয়ে চার পরিবারের ছয় জনকে ৪০ লাখ ৯ হাজার ৪৩৪ টাকার চেক বিতরণ করেন।
এরপর মন্ত্রী বন্দরের উন্নয়নমূলক কাজ উদ্বোধন শেষে ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সুধী সমাবেশে যোগ দেন।
নোয়াখালীতে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগাম বা মধ্যবর্তী নির্বাচন নয়, নির্দিষ্ট সময়ে সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হবে।
সদ্য প্রয়াত নোয়াখালীর প্রবীণ সাংবাদিক বিজন সেনের জেলা শহর মাইজদীর হাউজিং এস্টেটের বাসায় শুক্রবার শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদেরকে সমবেদনা জানান এবং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
চ্যানেল আই ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি বিজন সেন ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেন।
আওয়ামী লীগের আগামী জাতীয় সম্মেলনের প্রস্তুতি প্রসঙ্গে দলের সভাপতি মন্ডলীর এই সদস্য বলেন, ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয়ে নবীন প্রবীণের সংমিশ্রনে নতুন রক্ত সঞ্চালনে নতুন আঙ্গিকে সময়ের উপযোগী করে আওয়ামী লীগের কমিটি ঢেলে সাজানো হবে।
এ সময় জেলা প্রশাসক বদরে মুনর ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল ও নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ উপস্থিত ছিলেন।
বিকালে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী।
জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় ঢাকা (উত্তর) সিটি মেয়র আনিসুল হক, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন।