Tue. Oct 14th, 2025
Advertisements

16খোলা বাজার২৪,রবিবার,২৫ সেপ্টেম্বর ২০১৬: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফিন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। সম্প্রতি কোম্পানির শেয়ারে দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে এ তথ্য জানায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ২৪ সেপ্টেম্বর নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বিশ্লেষণে দেখা যায়, গত ৮ সেপ্টেম্বর থেকে জিএসপি ফিন্যান্সের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৩ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৮ টাকা ৩০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।