Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ : বাংলাদেশে এই প্রথম বৃক্ষ রোপনের পাশাপাশি রক্ষনাবেক্ষন ও তরুন সমাজকে গাছের পরিচর্যা প্রতি আগ্রহী করে তুলে চালু করলেন ট্রি হেলথ কার্ড। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্ডের উদ্ভাবন করলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন।

আজ শনিবার সকালে ত্রিশাল উপজেলা ১২টি ইউনিয়নে এক যোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করে। সকাল ৭টায় নজরুল একাডেমীর মাঠে এ কর্মসূচীর উদ্ভোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। ত্রিশাল উপজেলা ধানীখোলা উচ্চ বিদ্যালয়,বইলর রহমানিয়া উচ্চ বিদ্যালয়,কালির বাজার উচ্চ বিদ্যালয়,আহমদাবাদ উচ্চ বিদ্যালয়,রামপুর উচ্চ বিদ্যালয়,নজরুল একাডেমী,মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, সাখুয়া উচ্চ বিদ্যালয়,গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়,সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয়, পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে ১১টি পয়েন্ট ভাগ শিক্ষার্থীদের একত্রিত করে একযোগে এ চারা হাতে তুলে দেয়া হয়। সাথে দেয়া নতুন উদ্ভাবিত একটি হেলথ কার্ড। শিক্ষার্থীরা গাছের পরিচর্যা করে এ কার্ড গুলো প্রতি মাসে প্রতিষ্ঠানকে অবহিত করবে।

জানা যায়, ত্রিশাল উপজেলারর ১২টি ইউনিয়নে ২৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি শিক্ষার্থীর হাতে একটি করে ফলজ,বনজ,ঔষধি গাছের চারা বিতরনের লক্ষ্যে গত এপ্রিলে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভার মাধ্যমে এ উদ্যোগে গ্রহন করে। এরই ধারাবাহিকতার উপজেলার মঠবাড়ী ইউনিয়নে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর হাতে তুলে দিয়ে এ কর্মসুচীর শুভ সুচনা করা হয়। শিক্ষার্থীরা চারা পেয়ে বাড়ি আঙ্গিনায়, প্রতিষ্ঠানে রোপন করে। কিন্তু এতেই শেষ হওয়ার কথা ছিল কিন্তু ব্যতিক্রম কিছু উপহার দিলেন ত্রিশাল উপজেলা প্রশাসন। গাছ গুলো পরিচর্যা ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিতরন করা ট্রি হেলথ কার্ড শিরোনামে একটি নোট। যা প্রতি শিক্ষার্থী প্রতি মাসে গাছটি পরিচর্যা করে শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করবে। পাশাপাশি গাছের পর্যায় সমস্যা উল্লেখ করবে এবং সংশ্লিষ্ট প্রশাসন থেকে একটি মনিটরিং গ্রুপ কাজ করবে সমস্যা সমাধানের। কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধির জন্য রয়েছে বার্ষিক পুরস্কার ঘোষনা। যে সকল শিক্ষার্থী গাছটি সুন্দরভাবে পরিচর্যা করে রক্ষনাবেক্ষন করবে তাদেরকে বছর শেষে করা হবে পূরস্কৃত। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে সবুজ বনায়ন ও পরিচর্যায় ব্যপক সাড়া পরেছে উপজেলাব্যপী। শিক্ষার্থী অভিভাবক সহ পরিবারের সদস্যরা সরবরাহকৃত চারাটি রক্ষনাবেক্ষনে গুরুত্ব দিচ্ছে।

উপজেলার ইসলামী একাডেমীর ১০ শ্রেনীর শিক্ষার্থী ফারহানা বলেন আমি চারাটি পেয়ে মহা খুশি। বাড়িতে নিয়ে যাবার পর আমার বাবা চারাটি রোপন করে এবং চারদিকে আবৃত করে দেয়। এখন আমি গাছটিতে নিয়মিত পানি দিয়ে পরিচর্যা করি। আমার গাছটি বড় হলে আমি স্কুল থেকে পুরস্কার পাব।

শুকতারা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কামাল হোসেন আকন্দ জানান,আমার প্রতিষ্ঠানে সাড়ে সাতশ শিক্ষার্থীর মাঝে তিনটি করে চারা বিতরন করা হয়। চারা পেয়ে শিক্ষার্থীরা মহা খুশি এবং ট্রি হেলথ কার্ডের মাধ্যমে ব্যপক অনুপ্রেরনা পেয়েছে। শিক্ষার্থীরা গাছের পরিচর্যার ব্যপারে আগ্রহ প্রকাশ করে।

নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন আমার প্রতিষ্ঠানের ১৫শত ছাত্রী আজ চারা হাতে পেয়ে অনেক আনন্দিত। এমনকি অনেকের অভিভাবক সাথে এসে চারা নিয়ে গেছে। হেলথ কার্ড বিতরনের মাধ্যমে গাছের পরিচর্যা করার ব্যপারে অভিভাবক মহলে ব্যপক উৎসাহের সৃষ্ঠি হয়েছে।

উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ আমীন বলেন, আমার ইউনিয়নে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিয়েছি। এ সবুজ বনায়নের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ করার একটি যুগান্তকারী প্রয়াস।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফল রিপন বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সবুজ বনায়নের প্রতি নির্দেশনা বাস্তবায়নের লক্ষে আমরা উপজেলা প্রশাসন থেকে এক যোগে তিন লক।ষ পাচ হাজার চারা বিতরন করি। এবং এ গাছ যাতে অযতেœ মরে না যায় সে ব্যপারে শিক্ষার্থীদের উৎসাহী করতে বাংলাদেশে এই প্রথম আমরা চালু করি ট্রি হেলথ কার্ড। এত শিক্ষার্থী অভিভাবক ও সাধারন জনগনের মাঝে গাছের পরিচর্যার ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয়েছে।