Mon. Oct 20th, 2025
Advertisements

43khaখোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ : মনিরুল ইসলাম পারভেজ:চট্টগ্রাম : সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন বাতিলের দাবীতে খাগড়াছড়ি পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছে। শনিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে এসএম মাসুম রানা সংশোধিত ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইনকে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালি বিতাড়নের নীল নকশা আখ্যায়িত করে বাতিলের দাবী জানান।
পরে একটি র‌্যালি খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণ থেকে বের হয়ে আদালত সড়ক ঘুরে শাপলা চত্বরে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাঈন উদ্দিন সাধারন সম্পাদক এসএম মাসুম রানা,সহ-সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ও সহ-সাংগঠনিক পারভেজ আলম।