খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ : শরীয়তপুর : পুলিশের মহাপরিদর্শক একে এম শহীদুল হক পিপিএম বলেছেন বাংলাদেশে কখনো জঙ্গিবাদের স্থান হবে না। বাংলাদেশের মানুষ ধর্ম ভিরু, ধর্মান্ধ নয়। তারা জঙ্গিবাদকে সমর্থন করেনা। ইতোমধ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে অনেক জনমত সৃস্টি হয়েছে। শিক্ষক, ছাত্র- সাংবাদিক যে যেখানে আছে সকলেই জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্ছার হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনী জঙ্গিবাদের বিরুদ্ধে যথেষ্ট সফলতা আছে। যা আমাদের পার্শ্ববর্তী দেশ ও আমেরিকার মত শক্তিশালি দেশেও করতে পারেনি। আমরা জঙ্গিবাদ দমনে বিশ্বব্যাপী একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি।
শনিবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের নরকলিকাতা গ্রামের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্রছাত্রিদের প্রথম নবীন বরণ অনুষ্ঠানে সভাপতির ভাষনে আইজিপি এ সব কথা বলেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-সচিব মোঃ নাজমুল হক, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এক এম ইসমাইল হক, জেলা শিক্ষা অফিসার নলিনী রঞ্জন রায়, ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ নুরুল হক বেপারী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের ট্র্যাস্টি বোর্ডের সদস্য একে এম শামস বিন শহিদ। নবীনদের বরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।