Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

65খোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ : শিপলু জামান, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে সোনিয়া বেগম (২৪) নামের এক গৃহবধু একই সাথে তিনটি শিশু কন্যার জন্ম দিয়েছেন। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারীর মাধ্যমে তার তিনটি শিশু সন্তান ভুমিষ্ট করেন হাসপাতাল কর্তৃপক্ষ। গৃহবধু সোনিয়া ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের লোকমান লস্কারের স্ত্রী।

লোকমান-সোনিয়া দম্পতির নিকট আতœীয় সাইফুল ইসলাম জানান, সোনিয়া তার বোনের ননদ। ইতো পূর্বে সোনিয়ার সিজার অপারেশনের মাধ্যমে ১ টি ছেলে ও ১ টি মেয়ে সন্তান হয়। শনিবার সন্ধ্যায় সোনিয়ার প্রসব বেদনা উঠলে তাকে কালীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নরমাল ডেলিভারীর মাধ্যমে তিনটি শিশু কন্যা জন্ম হয়। একই সাথে তিনটি শিশু কন্যা ভুমিষ্ট হওয়ায় লোকমান-সোনিয়া দম্পতিসহ তাদের আতœীয়-স্বজনের মধ্যে খুশির বন্যা বয়ে যায়। তবে পরিবারের সদস্যরা শিশুটির নাম এখনো রাখেন নি বলে জানাগেছে।

জেনারেল হাসপাতালের পরিচালক মিজানুর রহমান দৈনিক লোকসমাজকে জানান, ইতিপূর্বে ওই গৃহবধুর দুই বার সিজার অপারেশন করে ১ টি ছেলে ও ১ টি মেয়ে শিশুর জন্ম দেন। তৃতীয়বার তার সিজার না করেই নরমাল ডেলিভারীর মাধ্যমে একই সাথে তিন শিশু কন্যার জন্ম দিয়েছেন। নরমাল ডেলিভারীটি খুবই কঠিন ছিল। তারপরও তারা চেষ্টা করে তা সম্ভব করেছেন। তাদের হাসপাতালে মা ও শিশু তিনটি সুস্থ্য রয়েছে বলে তিনি জানান।শিশু ৩ টি দেখার জন্য হাসপাতালে উৎসুক মানুষের ভীড় জমছে ।