Mon. Oct 20th, 2025
Advertisements

69খোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ : ৬৪তম জেলা হিসেবে আজ রোববার বেলা ১১টায় মৌলভীবাজার পৌরসভার পুকুরে অনুষ্ঠিত হলো ‘সেরা সাতাঁরুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় চারটি গ্রুপে বিভক্ত হয়ে ১১৩ জন ছেলে ও ৪ জন মেয়ে সাঁতারু অংশ নেয়। এদের মধ্যে ২১ জনকে মনোনিত করা হয়। এর মধ্যে ১৮ জন ছেলে ও ৩ জন মেয়েকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। প্রতিযোগিতা শেষে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, প্রতিযোগিতার টিম লিডার কমান্ডার এস এম মাহমুদুর রহমান, ডিএসএ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ অতিথিরা উপস্থিত থেকে বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন।