Mon. Oct 20th, 2025
Advertisements

67খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : মলয় রঞ্জন সরকার, নেত্রকোণা : নেত্রকোণার কলমাকান্দা উপজেলা সদর বাজারের চারটি দোকান উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন । উচ্ছেদ এই দোকানের মালিকেরা দাবি করেছেন আদালতের নির্দেশ অমান্য করে অন্যায়ভাবে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে।
সোমবার দুপুর থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে সন্ধ্যা নাগাদ।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের লক্ষে মধ্যবাজারের চারটি দোকান উচ্ছেদে জেলা প্রশাসক নির্দেশ দেন উপজেলা প্রশাসনকে।সে অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হকিম মো : সাইদুজ্জামান দোকানগুলো উচ্ছেদে দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এ সময় বাজারের মিষ্টি ব্যবসায়ী পলাশ চন্দ্র সরকার,জনিক চক্রবর্তী , সুমন গোপ ও অমৃত ঘোষের দোকান উচ্ছেদ করে স্থাপনা সড়িয়ে দেয়া হয়।পরে সেখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জন্যে নির্ধারিত স্থান সম্বলিত একটি ব্যানার সাটানো হয়।
এদিকে দোকান মালিক পলাশ চন্দ্র সরকার অভিযোগ করেন, ক্রয়সূত্রে প্রায় ৪০ বছর ধরে দোকানের জমির মালিকানা তাদের রয়েছে।এই চার দোকানের জমি নিয়ে আদালতে মামলা চলছে। আদালত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয়। এ অবস্থায় হঠাৎ করে কোন রকম নোটিশ না দিয়েই উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে এসে আমাদেরকে দোকান থেকে উচ্ছেদ করেন।দোকানঘরগুলো ভেঙে দেন।দোকানে থাকা সব মালামাল নষ্ট হয়েছে চোখের সামনে। সব শেষ করে দিয়েছে বহু বছরের অর্জন। আদালতের স্থিতাবস্থার আদেশ অমান্য করে উপজেলা প্রশাসন দোকানগুলো জোর করে উচ্ছেদ করার অভিযোগ করেছেন বাকি তিনজন জমি দোকানের মালিকও ।
স্থিতাবস্থা কথা জানতে চাইলে ওসি বলেন, উচ্ছেদ চার দোকানের বিষয়ে আদালতের স্থিতাবস্থার কিছু আমার জানা নেই।