খোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬: সুনামগঞ্জ : সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাতুয়া নামক স্থানে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পার্শ্ববতী খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী নিহত এবং আরো ২০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই সরমঙ্গল ইউনিয়নের হাচিমপুর গ্রামের শ্যামল প্রাণের সহধর্মিনী মৌসুমী প্রাণ(২৪),শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের মুক্তারপুর গ্রামের জগনানন্দের সহধর্মিনী রাধারানী(৪৫) ও অপর নিহত যুবকের নাম ও পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন। আহতরা হলেন,দিরাই উপজেলার দিরাই সরমঙ্গল ইউনিয়নের হাচিমপুর গ্রামের দীরেশ রায়ের ছেলে বিপুল রায়(২৪),তার বোন পপি রায়(১৮),একই গ্রামের মৃদুল পাল(৪৫),সুনামগঞ্জ পৌর শহরের মোঃ আব্দুল খালিকের ছেলে মোঃ লুৎফুর রহমান(৩৫),মোঃ আলী হোসেন(৬০) অজ্ঞাত ও মায়া রানী(৫৮) অজ্ঞাত। বাকী আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে উল্লেখিত ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার বিকেল ৩টায় এ হতাহতের ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সিলেট থেকে ছেড়ে আসা (মৌলভীবাজার জ -১১-০২৫৮) একটি যাত্রীবাহি বাস সুৃনামগঞ্জ আসার পথে ছাতক উপজেলার জাতুয়া নামক স্থানে আসামাত্র বাসটির চালক একহাতে মোবাইল ফোনে কথা বলা সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পার্শ্ববতী খাদে পড়ে এ হতাহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলি উদ্ধার করে এবং আহতদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় বাসটি উদ্ধার কাজে অংশ নিলেও ঘাতক ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে বলে জানা যায় ।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশের এস আই মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।