খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: ঠাকুরগাঁও : বালিয়াডাঙ্গী উপজেলা গত ৫ অক্টোবর সকাল ১১ টায় জাউনিয়া পাড়িয়া ইউনিয়নে মাছখুড়িয়া ব্লকে চলতি মৌসুমে রোপা আমন ধানে রোগ ও পোকা মাকড় দমনের পূর্ব পরিস্থিতি হিসাবে অতন্দ্র জরিপ, গ্রুপ মিটিং, ওঠান বৈঠক এবং লিফলেট বিতরণ ও আলো ফাঁদ কার্যক্রম পরিচালনায় ব্যস্ত রয়েছেন।
ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শামীম হোসেন ও এস এ পি পি ও মোঃ এহসান উল্লাহ উল্লেখিত কার্যক্রম সম্পর্কে সরেজমিনে উপস্থিত চাষী মোঃ খাইজুল ইসলাম, শ্রী দানেশ বশাক, আবু, সুমন, রাসেল, ছোটন, সঞ্চয় এর সাথে কথা জানা যায় উপসহকারী কৃষি কর্মকর্তা রোগ ও পোকা মাকড় বিষয়ে পূর্ব প্ররিস্থিতি হিসাবে সকল চাষীদের কে পরামর্শ প্রদানে ব্যস্ত সময় পার করছেন এবং তার পরামর্শ মত পদক্ষেপ গ্রহণ করাই আমাদের ধান ক্ষেত এখন পর্যন্ত রোগ ও পোক মাকড় মুক্ত রয়েছে।