Mon. Oct 20th, 2025
Advertisements

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ২৪ জলদস্যুকে আটক করেছে চট্টগ্রাম কোষ্ট গার্ড।

জোনাল কমান্ডার ওমর ফারুক বার্তা সংস্থা এনবিএসকে জানান, আজ শুক্রবার সকালে সিজি আউটপোষ্ট সন্দ্বীপ এবং সিজি আউটপোষ্ট সারিকাইত যৌথভাবে সন্দ্বীপ থানার টেঙ্গার চরে এ অভিযান পরিচালনা করে।

এ সময় নৌকা দুটি থেকে ২৪ জলদস্যুসহ ০৮ রামদা, ০১ জেনারেটর, ২ হাজার পিস কেওড়া কাঠ, আড়াই হাজার মিটার কারেন্ট জ্বাল উদ্ধার করা হয়।

আটককৃত জলদস্যু এবং মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান । তিনি আরো জানান উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৯ লাখ টাকা।