Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কলেজ পাড়া গ্রামে পানিতে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে কলেজ পাড়া গ্রামের গোলাপ উদ্দিনের মেয়ে পাখি(৩) ও সফিকুল ইসলামের মেয়ে রাখি(৩) বাড়ীর পাশে খেলতে যায়। সন্ধার পরেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদেরকে খুঁজতে থাকে। পরে রাত সাড়ে ৯টার দিকে বাড়ীর পাশ্ববর্তী পুকুর থেকে পাখি ও রাখির লাশ পানি থেকে উদ্ধার করে। পাখি ও রাখি সম্পর্কে চাচাতো বোন। ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক বাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।