খোলা বাজার২৪, শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬: কুড়িগ্রামের রৌমারীতে পারিবারিক কলহের জের ধরে রুমিনা (২১) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে।শনিবার রাত সাড়ে ৮টার দিকে দাঁতভাঙ্গা ইউনিয়নের কাজাইকাটা গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়,গত ৬ মাস আগে কাজাইকাটা গ্রামের আঃ খালেকের পুত্র আমিনুল ্ইসলামের সাথে রুমিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-কলহ লেগেই থাকত। এরই জের ধরে রুমিনা রাগ করে রাতে বিষপান করে আত্মহত্যা করে।সে চরশৌলমারী ইউনিয়নের গেন্দার আলগা গ্রামের ওহাব আলীর কন্যা বলে জানা যায়। পরে পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়ে দেয়। এব্যাপারে রৌমারী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম বিষপানে আত্মহত্যার ঘটনাটি সত্যতা স্বীকার করে জানান,তার লাশ উদ্ধার করে কুড়িগ্রামের মর্গে পাঠানো হয়েছে। এ অপমৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।