Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬: মুন্সিগঞ্জ জেলার লৌহজং এ নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছে। সেই সাথে লৌহজং টার্নিং পয়েন্টের নৌ-পথে ড্রেজিং এর কাজের ফলে গত-কয়েকদিন ধরেই রাতে ফেরি চলাচল প্রায়াই বন্ধ থাকে। এতে শিমুলিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি পড়ে যায়। দিনের বেলায় স্বল্প সংখ্যক যানবাহন নিয়ে ফেরি চলাচল করলেও প্রায় সময়ই জোয়ারের জন্য ফেরিগুলোকে অপেক্ষায় থাকতে হয়।
এই চ্যানেলে ফেরি চলাচল করতে অন্তত সাত ফুট পানির গভীরতা দরকার। কিন্তু এই মুহূর্তে চ্যানেলে ছয় থেকে সাড়ে ছয় ফুট গভীরতার পানি রয়েছে। এর ফলে ফেরিগুলোকে চলতে হয় ধীরে-ধীরে। আবার অনেক সময় ডুবোচরে যানবাহনসহ আটকা পড়ে ফেরি। স্বাভাবিক গতিতে চলতে না পারার কারণে ঘাট এলাকায় পণ্যবাহী ট্রলারসহ বিভিন্ন ধরনের যানবাহনকে দীর্ঘসময় পারাপারের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। যাত্রীবাহী পরিবহন আগে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হয়। তবু শিমুলিয়া ঘাট এলাকায় চার থেকে ৫০০যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।