খোলা বাজার২৪, সোমবার, ১০ অক্টোবর, ২০১৬: গত ৮ অক্টোবর,২০১৬ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অর্থনীতি বিভাগে “আন্তবিভাগীয় কুইজ প্রতিযোগিতা ২০১৬-এর পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভাইস-প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ডঃ মোঃ হাবিবুর রহমান । প্রধান অতিথির তার বক্তব্যে এই আয়োজনকে সাধুবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে এধরনের প্রতিযোগিতা আয়োজনের জন্য পরামর্শ ও উৎসাহ দেন। পরে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ প্রতিযোগীসহ বিজয়ীদের সনদ, ক্রেস্ট, বই এবং মূল্যবান উপহার সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য অর্থনীতি বিষয়ে ভালো করতে হলে প্রয়োজন অর্থনীতির সকল শাখা-প্রশাখা সম্পর্কে সম্যক জ্ঞান। আর এই জ্ঞান যদি প্রতিযোগিতার মাধ্যমে অর্জিত হয় তাহলে সেটিই হয় সবচেয়ে শাণিত। তাইতো, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অর্থনীতি বিভাগ আয়োজন করে “আন্তবিভাগীয় কুইজ প্রতিযোগিতা ২০১৬”। যেখানে অংশগ্রহণ করে অত্র বিভাগের শিক্ষার্থীরা। দুই পর্বের এই প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ৪ সেপ্টেম্বর, ২০১৬। যেখান থেকে ১৬ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ হয়। উত্তীর্ণদের নিয়ে ২৪ এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে সকল প্রতিযোগী অর্থনীতির বিভিন্ন বিষয়ের উপর প্রেজেন্টেশন, প্রশ্ন-উত্তর পর্ব এবং নিয়মিত কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করে। সেখান থেকে বছরের সেরা ৫ জন কুইজ মাস্টার নির্ধারণ করা হয়। তারা হলেন, তাবাসসুম তাজিন, আব্দুন নাকিব, হেমদীপা, মোঃ খাইরুল কবির ভূঁইয়া এবং মোঃ হানিফ।