Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

pujaudখোলা বাজার২৪ মঙ্গলবার, ১১অক্টোবর, ২০১৬: শারদীয় দূর্গা পূজার বিজয়াদশমী উপলক্ষে চট্টগ্রামের ৫৭০ জন অনাথ শিশু-কিশোরদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নগরীর প্রবর্তক সংঘ মঙ্গলবার দুপুরে এসব মিষ্টি বিতরণ করে।
এসময় পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক এড. নিতাই প্রসাদ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, দপ্তর সম্পাদক বিকাশ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ অনাথ শিশুদের খোঁজ খবর নেন। এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জেলা ব্যাপী ১৪ উপজেলায় প্রায় ১৬৮৯ পূজা মন্ডপে শান্তিপূর্ণ ও সোর্হদ্যময় পরিবেশে শারদীয় দূর্গোৎসব উদ্যাপিত হওয়ায় জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, র‌্যাব, আনসার, ভিডিপি, পিডিবি, পল্লী বিদ্যুৎসহ সকল উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল সরকারী দপ্তর এবং সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞ। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার অসিম কুমার দেব আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।