খোলা বাজার২৪, বুধবার, ১২ অক্টোবর, ২০১৬: ঠাকুরগাঁও থেকে কামরুল হাসান: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক সাংবাদিককের উপর সন্ত্রাসী হামলা করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ঐ সাংবাদিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার সন্ধায় পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও ভোরের কাগজের সংবাদদাতা জাকির হোসেনকে প্রেসক্লাবের সামনে থেকে জনির নেতৃত্বে একদল সন্ত্রাসী মারপিট করতে করতে জোরপূর্বক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে নিয়ে যায়। সেখানে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয় জাকিরকে। এসময় জাকিরের সঙ্গে থাকা একটি ক্যামেরা কেড়ে নেয় সন্ত্রাসীরা। জাকিরের চিৎকারে সাংবাদিক আলিম সহ কিছু পথচারি তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। জাকির বর্তমানে হাসপাতালের ১২ নং বেডে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকা জনক। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুল। তারা এ হামলার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।