
এ ব্যাপারে তিনি বলেন, ‘আগে ঘোষণা দিয়েও নানা কারণে ছবিটি মুক্তি দিতে পারিনি। হল সমস্যার কারণে গেল ঈদেও মুক্তি দেওয়া যায়নি।’ তবে তিনি জানান, এবার মুক্তির তারিখ আর নড়চড় হবে না।
মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ায় খুশি ছবির নায়িকা ববি। তিনি বলেন, ‘ছবিটি মুক্তির জন্য অপেক্ষা করছি। ছবিটির গল্পে একটা থ্রিল আছে। আমার অনেক আশা এই ছবিটি নিয়ে।’ ছবির নায়ক বাপ্পী বলেন, ‘ইফতেখার চৌধুরী ভালো পরিচালক। তাঁর সঙ্গে এই প্রথম কাজ করেছি। অনেক দিন পর তাঁর ছবি মুক্তি পেতে যাচ্ছে। সব সময়ই তাঁর ছবিতে দর্শকের বাড়তি একটা আগ্রহ থাকে।’
মিলন বলেন, ‘এ ছবিতে সবগুলো চরিত্রই নেতিবাচক। গতানুগতিক ধারার নায়ক-নায়িকার চরিত্র এখানে নেই। সেদিক থেকে বাপ্পী, ববি ও আমাকে নতুন একটি চরিত্রে দেখবেন দর্শক। তাছাড়া ছবির গল্পটি একেবারেই মৌলিক। আশা করি টান টান উত্তেজনা নিয়ে ছবির শেষ পর্যন্ত দেখবেন দর্শক।’ ছবিতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ড্যানি সিডাক, শিমুল খান, সীমান্ত, রেবেকা প্রমুখ।