খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬: বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা অষ্টমবারের মতো উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রথমবারের মতো দলের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সভাপতি ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতি মন্ডলীর সদস্য হয়েছে সৈয়দা সাজেদা চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ শামীম, কাজী জাফরুল্লাহ, এডভোকেট সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নূরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, আবুল মান্নান খান, রমেন চন্দ্র সেন ও পিযুষ ভট্রাচার্য। যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান, ডা. দীপু মনি, মাহাবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নালক এবং কোষাধক্ষ্য এইচ এম আশিকুর রহমান
নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন জানান আমেরিকা-বাংলাদেশ এলাইন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম ।