খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬:
নীলফামারীতে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজ দুপুরে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন বক্তব্য দেন।
উদ্বোধনী ম্যাচে বালকে ডোমার উপজেলার চিলাহাটী এম, ই সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে এবং বালিকায় সৈয়দপুর উপজেলার আফতাব উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ডিমলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়ী হয়।
শিক্ষা বিভাগ জানায়, জেলা পর্যায়ের টুর্নামেন্টে ১২টি দল অংশ গ্রহণ করছে। ২৮ অক্টোবর দুই গ্রুপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।