Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬:  ঝিনাইদহ সদরের নৃশিংহপুর গ্রাম থেকে গুলিবিদ্ধ অবস্থায় স্কুল ছাত্রীকে কুপিয়ে আহত করা মামলার প্রধান আসামী লিটুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোর ৪ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৩ টি বোমা এবং ওই ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। সে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, স্কুল ছাত্রী পূজাকে কুপিয়ে আহত করা মামলার প্রধান আসামী লিটু সদর উপজেলার নৃশিংহপুর গ্রামের জনৈক পাতা মিয়া’র পরিত্যাক্ত বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ করে লিটু ২টি হাত বোমা ছুড়ে মারে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এসময় তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা হয় ৩টি হাত বোমা ও ঘটনায় ব্যবহৃত ছুরি। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় জেলা শহরের উপ-শহর পাড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হাওয়ায় স্কুল ছাত্রী পূজা’কে কুপিয়ে আহত করে বখাটে লিটু।